টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ TMSS Job Circular 2022 নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অত্র সংস্থা কর্তৃক পরিচালিত নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২১। আগ্রহীরা আবেদনের পূর্বে বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন।
টিএমএসএস নিয়োগ ২০২২
এক নজরে দেখে নিন
চাকরির ধরণ | বেসরকারি চাকরি |
চাকরির ক্যাটাগরি | এনজিও চাকরি |
প্রতিষ্ঠানের নাম | টিএমএসএস |
পদের নাম | নিচে দেখুন |
পদসংখ্যা | বিপুল সংখ্যক |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | বিজ্ঞাপনে উল্লেখিত |
জেলা | সকল জেলা |
আবেদন শুরু | ০৭ ডিসেম্বর ২০২১ |
আবেদনের শেষ তারিখ | ৩১ ডিসেম্বর ২০২১ |
চাকরির উৎস | tmss-bd.org |
বেতন | ২১,০০০-২৬,০০০/- |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
ওয়েবসাইট | https://tmss-bd.org/ |
দেখে নিনঃ চলমান বেসরকারি চাকরির বিজ্ঞপ্তির তালিকা
- পদের নামঃ শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর (মাইক্রোফাইন্যান্স)
- পদসংখ্যঃ ২০০ জন
- শিক্ষাগত যােগ্যতাঃ বাণিজ্যে স্নাতক তবে বিবিএ ফিন্যান্স/এ্যাকাউন্টিং
- পদের নামঃ ফিল্ড সুপারভাইজার (মাইক্রোফাইন্যান্স)
- পদসংখ্যঃ ৪০০ জন
- শিক্ষাগত যােগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর/সমমান
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২



চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ
আবেদনের নিয়মাবলী ও শর্তাবলীঃ
- পদের নামঃ সহকারী অধ্যাপক।
- পোস্ট নংঃ ০১
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা স্নাতকোত্তর।
- পদের নামঃ আরপি/ আরএস
- পোস্ট নংঃ ০২
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক।
- পদের নামঃ নিবন্ধন
- পোস্ট নংঃ ০১
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক।
- পদের নামঃ মেডিকেল অফিসার
- পোষ্ট নংঃ ৩০
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক এবং স্নাতকোত্তর।
- পদের নামঃ অ্যাকাউন্টিং অফিসার
- পোস্ট নংঃ ১২
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক
- বয়সঃ ২৫-৩৫ বছর
- বেতন ৯০০০- ১১৭৬০টাকা
- পদের নামঃ সেলসম্যান
- পোস্ট নংঃ ২৪
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক
- বয়সঃ ২৫-৩৫ বছর
- বেতনঃ ১২,০০০ টাকা
আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত উল্লেখ করে আবেদনপত্র ১৯/০৭/২০২১ মধ্যে চলাকালীন সময়ে
টিএমএসএস সিকিউরিটি এজেন্সী লিঃ, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ অথবা রুপনগর আবাসিক এলাকা, রোড নম্বর-১১, বাড়ী নম্বর-১৫ মিরপুর, ঢাকা-১২১৬, অথবা টিএমএসএস এর যে কোন শাখা অফিসে পৌছাতে হবে।
নির্বাচনী পরীক্ষার ফি বাবদ ০১ নম্বর পদের জন্য ৫০০/- টাকা ২ নম্বর পদের জন্য ১০০/- টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) টিএমএসএস সিকিউরিটি এজেন্সী লিমিটেড শিরোনামে “রূপালী ব্যাংক, টিএমএসএস শাখা, নওদাপাড়া, বগুড়া” অথবা ফাউন্ডেশন অফিস হতে গ্রহণকৃত সমপরিমান টাকার
মানিরশিদ ১০ টাকা আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে অথবা আবেদনকারীর সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত টিএমএসএস এর জোন অফিস/অঞ্চল অফিস/শাখা অফিসে উক্ত ফি জমাদান অন্তে মানি রশিদসহ আবেদন সংশ্লিষ্ট অফিসে জমা দেয়া যাবে। খামের উপর পদের নাম লিখতে হবে।
নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইন্টারভিউকার্ড ইস্যুর মাধ্যমে জানানো হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকালে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র দেখাতে হবে।
বিঃদ্রঃ কোভিড-১৯ পরিস্থিতিজনিত কারণে লকডাউন চলমান থাকলে অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে
পরীক্ষার ধরণ, পরীক্ষার তারিখ, সময় পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
যেকোনো বিজ্ঞপ্তির পরবর্তী আপডেট ও নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হোন। ধন্যবাদ।