রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ Resource Integration Centre NGO Job Circular 2021 সম্প্রতি রিক এনজিও কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে। চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, তারা ১,১৫০ পদে বিশাল সংখ্যক লোক নিয়োগ করবে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা।

বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম সম্প্রসারনের লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই পৃষ্ঠায় আপনি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার এনজিওর নতুন চাকরির বিজ্ঞপ্তির সমস্ত তথ্য পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ ২০২১

রিক এর পূর্ণরূপ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার। রিক এজিও শাখাটি মাঝেমধ্যেই নতুন পদক্ষেপ এনজিও নিয়োগ ২০২১ প্রকাশ করে থাকে। এখানে আপনারা উক্ত চাকরির জন্য আবেদন করার সময়সীমা, পদের নাম ও আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য । এখানে আমরা কাজের পদের নাম (গুলি) তালিকাভুক্ত করেছি। শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর যাবতীয় তথ্য পাবেন। এছাড়াও রিক এনজিওতে প্রকাশিত সকল বিজ্ঞপ্তির পিডিএফ লিংক ও আবেদনের পরামর্শ নিয়মিত পেতে পারেন আমাদের jobs.othoeb.com সাইট থেকে।

এক নজরে দেখে নিন

চাকরির ধরণএনজিও চাকরি
চাকরির ক্যাটাগরিবেসরকারি চাকরি
প্রতিষ্ঠানের নামরিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)
পদের নামঃবিজ্ঞপ্তি দেখুন
শুন্যপদ০৫ টি
পদসংখ্যা১,১৫০
বয়সঃ১৮ – ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
জেলাযে কোন
আবেদন শুরু২০ নভেম্বর ২০২১
আবেদনের শেষ তারিখ৩০ নভেম্বর ২০২১
কাজের ধরনফুলটাইম
চাকরির স্থানবাংলাদেশের যেকোনো স্থান
অন্যান্য যোগ্যতাসার্কুলার দেখুন
অন্যান্য অভিজ্ঞতা২-৫ বছরের
বেতন পর্যালোচনামাসিক
উৎসব বোনাসসার্কুলার দেখুন
চাকরির উৎসwww.ric-bd.org
বেতন২০,০০০ – ৫৭,০০০/-
মুদ্রাবিডিটি
আবেদনের মাধ্যমডাকঘরে
অভিজ্ঞতাপদ ভেদে
ওয়েবসাইটএখানে
নতুন চাকরির আপডেট সবার আগে আমাদের মোবাইল Apps এ পাবেনডাউনলোড

দেখে নিনঃ সকল চলমান চাকরির বিজ্ঞপ্তির লিস্ট

  • পদের নামঃ জোনাল ম্যানেজার (জেড এম)
  • পদসংখ্যাঃ ১০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান, কোন পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়
  • বেতনঃ ৫৭০০০ টাকা.
  • পদের নামঃ এরিয়া ম্যানেজার (এ এম)
  • পদসংখ্যাঃ ৪০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান
  • বেতনঃ ৪৯২৬০ টাকা
  • পদের নামঃ শাখা ব্যবস্থাপক (বি এম)
  • পদসংখ্যাঃ ১৫০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ/সমমান
  • বেতনঃ ৩৫৯৩০ টাকা
  • পদের নামঃ শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা (বি এ ও)
  • পদসংখ্যাঃ ১৫০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ (বাণিজ্য হলে অগ্রাধিকার)
  • বেতনঃ ২৯৯১০ টাকা
  • পদের নামঃ ক্রেডিট অফিসার (সি ও)
  • পদসংখ্যাঃ ৫০০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম স্নাতক পাশ
  • বেতনঃ ২৪৭৫০ টাকা
রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সার্কুলার পিডিএফ
রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
চাকরির চাকরির খবর এলার্ট অ্যাপ ডাউনলোড

চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলোঃ

রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আবেদনের প্রক্রিয়া ও পরীক্ষার তারিখ

আগ্রহী প্রার্থীগণ কে আবেদনের জন্য উপরোক্ত পদের ক্ষেত্রে মটর সাইকেল চালনায় অভিজ্ঞ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য যে, নিয়োগকৃত পুরুষ/নারী এমপ্রয়ীকে বাধ্যতামূলকভাবে মটর সাইকেল চালাতে হবে।

তাই প্রত্যেকে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ পত্র এবং জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি (পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন) বরাবর আবেদনপত্র প্রার্থীগণকে নিম্নবর্ণিত ঠিকানায় আগামী ৩০ তারিখ এর মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পত্র পৌঁছাতে হবে।

মনে রাখবেন, আবেদনকারীদের বাংলাদেশের যেকোন স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আর হ্যাঁ, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। তাই নিজের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করুন এর পরবর্তীতে আবেদন করুন।

আবেদনের ঠিকানাঃ “মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-৮৮/এ/ক, সড়ক-৭/এ, ধানমন্ডি, আ/এ, ঢাকা-১২০৯”

  • শূণ্যপদঃ জোনাল ম্যানেজার (জেড এম)
  • পদসংখ্যাঃ ১০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান, কোন পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়
  • বেতনঃ ৫৭০০০ টাকা
  • শূণ্যপদঃ এরিয়া ম্যানেজার (এ এম)
  • পদসংখ্যাঃ ৪০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান
  • বেতনঃ ৪৯২৬০ টাকা
  • শূণ্যপদঃ শাখা ব্যবস্থাপক (বি এম)
  • পদসংখ্যাঃ ১৫০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ/সমমান
  • বেতনঃ ৩৫৯৩০ টাকা
  • শূণ্যপদঃ শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা (বি এ ও)
  • পদসংখ্যাঃ ১৫০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ (বাণিজ্য হলে অগ্রাধিকার)
  • বেতনঃ ২৯৯১০ টাকা
  • শূণ্যপদঃ ক্রেডিট অফিসার (সি ও)
  • পদসংখ্যাঃ ৫০০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম স্নাতক পাশ
  • বেতনঃ ২৪৭৫০ টাকা

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এজিও

ভিশনঃ সমান অধিকার এবং শক্তিশালী গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা আরআইসির দৃষ্টিভঙ্গি।

মিশনঃ ১। IC আরআইসি’র লক্ষ্য হ’ল মানব সম্পদ একত্রিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে এর বিস্তৃত অর্থে দারিদ্র্য দূরীকরণ।
২। আরআইসির লক্ষ্য সমাজের তৃণমূল পর্যায়ে মানুষের জীবনমানকে স্থিতিশীল করা ও উন্নতি করা এবং আর্থ-সামাজিক অগ্রগতির প্রচারের মাধ্যমে মানব উন্নয়ন সূচকের অবিচ্ছিন্ন বৃদ্ধি নিশ্চিত করা ।
৩। আরআইসি আমাদের সম্প্রদায়ের সর্বাধিক সুবিধাবঞ্চিতদের জন্য রাজনৈতিক ও স্ব-ক্ষমতায়নের উত্সাহ দিয়ে মানবাধিকারের (জেন্ডার ইক্যুইটি সহ) বাস্তবায়নে বিশ্বাসী।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার এর লক্ষ্য হলো মানব সম্পদ একত্রিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে এর বিস্তৃত অর্থে দারিদ্র্য দূরীকরণ, সমাজের তৃণমূল পর্যায়ে মানুষের জীবনমানকে স্থিতিশীল করা ও উন্নতি করা এবং আর্থ-সামাজিক অগ্রগতির প্রচারের মাধ্যমে মানব উন্নয়ন সূচকের অবিচ্ছিন্ন উত্থান নিশ্চিত করা।

সেই সাথে সর্বাধিক সুবিধাবঞ্চিতদের জন্য রাজনৈতিক ও স্ব-ক্ষমতায়নের উত্সাহ দিয়ে মানবাধিকার বাস্তবায়নে বিশ্বাসী করে তোলা। সামাজিক সহায়তা পরিষেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন, জনসংখ্যার নিরক্ষরতা হ্রাস করার জন্য শিক্ষার ব্যবস্থা কার্যক্রম গ্রহণ ,বেকারদের উত্পাদনশীল শক্তি হিসাবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বনির্ভরতা বৃদ্ধি করা ইত্যাদি।

যেকোনো বিজ্ঞপ্তির পরবর্তী আপডেট পেতে এবং নিত্য নতুন চাকরির খবর দেখতে চাইলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হোন। ধন্যবাদ,,,,

শেয়ার করে রাখুন

Leave a Reply