বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার ২০২১ঃ NAVY Job Circular 2021 খুব সম্প্রতি একটা বিশাল হট ট্রেন্ড নিউজ প্রকাশ করেছে। মূলত, বাংলাদেশ নেভি অফিসার ক্যাডেট ২০২১ ব্যাচ সার্কুলার ২০২১ বাংলাদেশ নৌবাহিনী joinnavy.navy.mil.bd– তাদের নিজস্ব ওয়েবসাইটে কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার নাবিক, মহিলা নাবিক, এমওডিসি, কমিশন্ড অফিসার, অফিসার ক্যাডেট সকল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সবার আগে প্রকাশিত হয়। খুব সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ নৌবাহিনীর চাকরির বিজ্ঞপ্তি ২০২১ এর সমস্ত বৃত্তান্ত জানতে নিচে দেখুন।
নৌবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সামরিক বাহিনীর নৌযুদ্ধ শাখা। এর প্রাথমিক দায়িত্ব হচ্ছে দেশে এবং বিদেশে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিদেশে মানবিক সহায়তা মিশনেও একটি নেতৃত্বস্থানীয় বাহিনী হিসেবে কাজ করে যাওয়া। নৌবাহিনী আঞ্চলিক সন্ত্রাস বিরোধী কার্যক্রমে একটি প্রধান অংশগ্রহণকারী শক্তি এবং জাতিসংঘ মিশনের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমেও যুক্ত রয়েছে।
যারা বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে চান, তারা সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন আমাদের সাইট থেকে। বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে এবং বাংলাদেশ নৌবাহিনীর চাকরির সার্কুলার 2021, চাকরির আবেদনের ফর্ম, নির্দেশাবলী, আবেদনের ফি, অর্থপ্রদানের প্রক্রিয়া, বেতন, বয়স এবং অন্যান্য তথ্য ডাউনলোড করতে আমাদের jobs.othoeb.com এর সাথেই থাকুন।
এক নজরে দেখে নিন
চাকরির ধরণ | সরকারি চাকরি |
চাকরির ক্যাটাগরি | ডিফেন্স চাকরি |
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ নৌবাহিনী |
পদের নামঃ | কমিশন্ড অফিসার |
পদসংখ্যা | ১০০+১৩৫০+১৩ জন |
বয়সঃ | ১৮ –৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | বিএসসি/উচ্চ মাধ্যমিক/ডিপ্লোমা |
জেলা | সকল জেলা |
আবেদন শুরু | ১০ নভেম্বর ২০২১ |
আবেদনের শেষ তারিখ | ২০ নভেম্বর ২০২১ |
কাজের ধরন | ফুলটাইম |
চাকরির স্থান | বাংলাদেশের যেকোনো স্থান |
অন্যান্য যোগ্যতা | সার্কুলার দেখুন নিচে |
বেতন পর্যালোচনা | মাসিক |
উৎসব বোনাস | নিচে দেখুন |
চাকরির উৎস | নিচে দেখুন |
মুদ্রা | বিডিটি |
আবেদনের মাধ্যম | অনলাইনে/সরাসরি কুরিয়ার |
ওয়েবসাইট | এখানে |
নতুন চাকরির আপডেট সবার আগে আমাদের মোবাইল Apps | ডাউনলোড |
দেখে নিনঃ সকল চলমান চাকরির বিজ্ঞপ্তির লিস্ট
নৌবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার

আবেদনের শেষ তারিখঃ ২০ নভেম্বর ২০২১

আবেদনের শেষ তারিখঃ ১৪ নভেম্বর ২০২১
নেভি অফিসার ক্যাডেট ব্যাচ ২০২২, বি চাকরির বিজ্ঞপ্তি 2021







চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলোঃ
বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার ২০২১
অযোগ্যতাঃ
- সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে
- আইএসএসবি কর্তৃক প্রত্যাখ্যাত হলে
- সেনা, নৌ ও বিমান বাহিনীর মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে
- যেকোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে
- অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে
মনোনয়ন পদ্ধতিঃ
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারঃ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষাঃ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা উল্লেখিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাঃ আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম ডিসেম্বর ২০২১ এর মধ্যে অনুষ্ঠিত হবে।
বেতন ভাতাঃ
সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপমেন্ট হিসেবে পদোন্নতি পাওয়ার পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।
সকল শাখার জন্য শারীরিক মাপ:
বিবরণ | পুরুষ | মহিলা |
উচ্চতা | ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”) | ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫’-২”) |
ওজন | ৫০ কেজি | ৪৭ কেজি |
বুকের মাপ | স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০”) সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২”) | স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮”) সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০”) |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত | অবিবাহিত |
জাতীয়তা | শুধু মাত্র বাংলাদেশ পুরুষ নাগরিক | শুধু মাত্র বাংলাদেশ মহিলা নাগরিক |
অনলাইন আবেদন পদ্ধতিঃ
আবেদনকারী প্রার্থীগণকে নৌবাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে এপ্লাই নাউ বাটনে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।
বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার ২০২১ নিয়ে কোন প্রশ্ন থেকে থাকলে নিচে কমেন্ট করে জানান।
যেকোনো বিজ্ঞপ্তির পরবর্তী আপডেট পেতে এবং নিত্য নতুন চাকরির খবর দেখতে চাইলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হোন। ধন্যবাদ,,,,
[…] Click Here >>> Bangladesh Navy Job Circular 2021 […]
[…] Click Here >>> Join Bangladesh Navy – Bangladesh Navy Job Circular 2021 […]