আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ Ashuganj Power Station Company Limited Job Circular 2021 সম্প্রতি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শুন্যপদে নিয়োগের নিমিত্তে। নতুন বিজ্ঞপ্তিটি প্রথম প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.apscl.gov.bd -এ। আগ্রহীরা আগামী ০৯ ডিসেম্বর ২০২১ এর মধ্যে ডাকযোগে আবেদন করতে পারেন। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নির্ধারিতসময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে। নারি-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ নিয়োগ ২০২১
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের তিতাস গ্যাসক্ষেত্র এবং মেঘনা নদীর তীরে অবস্থিত একটি প্রতিষ্ঠান। এটি ১৬২৭ মেগাওয়াট ইউনিট নিয়ে গঠিত একটি কেন্দ্র। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিঃ বাংলাদেশের সর্ববৃহত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ও আলোচিত। সম্প্রতি প্রকাশিত আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিঃ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ আগ্রহীরা দ্রুত আবেদন করুন।
এক নজরে দেখে নিন
চাকরির ধরণ | কোম্পানি চাকরি |
চাকরির ক্যাটাগরি | বেসরকারি চাকরি |
কার অধীনে | সরকারি পিডিবি |
প্রতিষ্ঠানের নাম | আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (এপিএসসিএল) |
অফিসিয়াল ওয়েবসাইট | www.apscl.gov.bd |
চাকরির উৎস | অফিসিয়াল ওয়েবসাইট |
পদসংখ্যা | উল্লেখ নেই |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক সমমান |
বেতন | আলোচনা সাপেক্ষে |
মুদ্রা | বিডিটি |
জেলা | সকল জেলা |
আবেদন শুরু | ২১ নভেম্বর ২০২১ |
আবেদনের শেষ তারিখ | ০৯ ডিসেম্বর ২০২১ |
আবেদনের পদ্ধতি | ডাকযোগে |
চাকরির টাইপ | পূর্ণকালীন |
বয়সঃ | ১৮-৬০ বছর |
ওয়েবসাইট | এখানে |
দেখে নিনঃ সকল চলমান চাকরির বিজ্ঞপ্তির লিস্ট

চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলোঃ
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- পদের নামঃ সহকারি প্রকৌশলী
- পদ সংখ্যাঃ ২০ টি।
- বেতনঃ ৫২,০০০/-
- পদের নামঃ সহকারি ব্যাবস্থাপক (অর্থ ও হিসাব)
- পদ সংখ্যাঃ ০৩ টি।
- বেতনঃ ৫২,০০০/-
- পদের নামঃ সহকারি কোম্পানির সচিব
- পদ সংখ্যাঃ ০১ টি।
- বেতনঃ ৫২,০০০/-
আবেদনের শেষসীমাঃ ০৭ সেপ্টেম্বর ২০২১
ক্রমিক নং | পদ | শূন্যপদ সংখ্যা | মূল বেতন |
০১ | সহকারী প্রকৌশলী (যান্ত্রিক ও বিদ্যুতিক) | ২০টি | ৫২,০০০/- টাকা |
০২ | সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) | ০৩টি | ঐ |
০৩ | সহকারী কোম্পানী সচিব | ০১টি | ঐ |
০৪ | সহকারী ব্যবস্থাপক (শেয়ার এন্ড বন্ড) | ০১টি | ঐ |
০৫ | সহকারী ব্যবস্থাপক (এইচআর/এডমিন) | ০৩টি | ঐ |
০৬ | সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) | ০১টি | ঐ |
০৭ | সহকারী ব্যবস্থাপক (আইন) | ০১টি | ঐ |
০৮ | সহকারী ব্যবস্থাপক (এমআইএস এন্ড আইসিটি) | ০৪টি | ঐ |
০৯ | মেডিকেল অফিসার (পুরুষ/মহিলা) | ০২টি | ঐ |
১০ | উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক ও বিদ্যুতিক) | ১২টি | ৪০,০০০/- টাকা |
১১ | ল্যাবরেটরী এসিসট্যান্ট | ০৭টি | ২৬,০০০/- টাকা |
১২ | কম্পিউটার অপারেটর (জুনিয়র এসিসট্যান্ট) | ০৬টি | ২০,০০০/- টাকা |
১৩ | আইটি এসিসট্যান্ট (জুনিয়র) | ০২টি | ২০,০০০/- টাকা |
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2021
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রী/স্নাতক/ ডিপ্লোমা।
বয়স: সকল সাধারণ প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২১ তারিখে ১৮ বছর হতে অনুর্ধ্ব ৩০ বছর পর্যন্ত হতে পারবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ০২ বছর বাড়িয়ে ৩২ বছর পর্যন্ত রাখা হয়েছে।
অন্যান্য তথ্যঃ
- অনলাইনে আবেদন ফরম পূরণের সময় যদি কোন ভূল তথ্য প্রদান করা হয় তবে আবেদনপত্র বাতিল করা হবে।
- নিয়োগ প্রাপ্তির আশায় যদি কোন প্রার্থী কোন ধরণের অসদুপায় গ্রহণ করেন তাহলে তা নিয়োগের যে কোন পর্যায়ে তার অযোগ্যতা বিবেচিত হবে। এই ধরণের প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- করোনা অতিমারির কারণে যদি বিজ্ঞপ্তির আংশিক পরিবর্তন আসে তা www.apscl.gov.bd ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। এছাড়াও আমাদের এই পোস্টের মাধ্যমে বিজ্ঞপ্তির আপডেট তথ্য জেনে নিতে পারবেন।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তির ১৮ পদে লিখিত পরীক্ষার সময়সূচী ও নম্বর বন্টন নোটিশ


jobs.othoeb.com বাংলাদেশের অন্যতম প্রধান চাকরি শেয়ারিং ওয়েবসাইট বা জব পোর্টাল। আমরা chakrir khobor, bd jobs circular, আজকের চাকরির খবর, চাকরির পত্রিকা, সরকারী চাকরি, এনজিও চাকরি, NGO Jobs, Bd govt jobs, bd jobs today, bd career, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, নিয়োগ বিজ্ঞপ্তি 2021, daily education, চাকরির খবর পত্রিকা , চাকরির খবর ২০২১, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর,ইত্যাদি সকল খবরাখবর পেতে আমাদের সাথে থাকুন।
যেকোনো বিজ্ঞপ্তির পরবর্তী আপডেট পেতে এবং নিত্য নতুন চাকরির খবর দেখতে চাইলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হোন। ধন্যবাদ,,,,