৭৫৫টি পদে শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ Shakti Foundation Job Circular Apply in 2021 কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে শূন্য পদে নতুন জনবহুল নিয়োগের নিমিত্তে। প্রতিষ্ঠানটি তাদের ‌‘সুবিধাবঞ্চিত নারী’ প্রজেক্টের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

শক্তি ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অন্নতম সেরা শক্তি ফাউন্ডেশন সংস্থা। সারাদেশে দারিদ্র-দূরীকরণ ও মহিলাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্য কে সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শক্তি ফাউন্ডেশন বর্তমানে সারাদেশে তাদের ৪২১টি শাখার মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তির টাকা গ্রহণ করে। শক্তি ফাউন্ডেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

এক নজরে দেখে নিন

চাকরির ধরণএনজিও চাকরি
প্রতিষ্ঠানের নামশক্তি ফাউন্ডেশন
পদের নামঃসার্কুলার দেখুন
পদসংখ্যা৭৫৫ টি
বয়সঃ৩০ – ৪৮ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক / স্নাতকোত্তর
জেলাযে কোন
আবেদন শুরু০৪ অক্টোবর, ২০২১
আবেদনের শেষ তারিখ৩১ অক্টোবর ও ০৩ নভেম্বর ২০২১
কাজের ধরনফুলটাইম
চাকরির স্থানবাংলাদেশের যেকোনো স্থান
অন্যান্য যোগ্যতাসার্কুলার দেখুন
অন্যান্য অভিজ্ঞতা২-৫ বছরের
বেতন পর্যালোচনামাসিক
উৎসব বোনাসসার্কুলার দেখুন
চাকরির উৎসwww.sfdw.org
বেতন১০,০০০ – ৫২,০০০/-
মুদ্রাবিডিটি
অভিজ্ঞতাপদ ভেদে
আবেদনের মাধ্যমেবিডি জবস
ওয়েবসাইটএখানে
নতুন চাকরির আপডেট সবার আগে আমাদের মোবাইল Apps এ পাবেনডাউনলোড
Shakti Foundation Niyog Biggopti 2021

দেখে নিনঃ সকল চলমান চাকরির বিজ্ঞপ্তির লিস্ট

৭৫৫ পদে চাকরি শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

  • পদের নামঃ ট্রেইনি ক্রেডিট অফিসার
  • পদের সংখ্যাঃ ২০০টি
  • কাজের ধরনঃ পূর্ণকালীন
  • কর্মস্থলঃ ঢাকা
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক
  • আবেদনের শেষ তারিখঃ ৩ নভেম্বর, ২০২১
  • আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেনঃ বিডি জবসের মাধ্যমে।
৫৫৫ পদে চাকরি শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আবেদনের শেষ তারিখঃ ৩ নভেম্বর, ২০২১

নারীর ক্ষমতায়নে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন। “শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন” একটি ক্ষুদ্র সংস্থা যা ১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র্য বিমোচনের জন্য নিরলসভাবে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণে লক্ষ্যে মূলত চট্টগ্রামবিভাগ (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন,কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর) খুলনা বিভাগ (খুলনা, বাগেরহাট, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা) এবং ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ) জেলা সমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে শূন্য পদের জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত মাইক্রোফাইন্যান্স, ক্ষুদ্র উদ্যোগ ঋণ (SME) এবং হেলথ প্রোগ্রাম এ নিম্মোক্ত পদে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। তবে হ্যাঁ, উল্লেখিত জেলার পাশাপাশি অন্যান্য সকল জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম নিয়োগ ২০২১

  • পদের নামঃ ট্রেইনিং ক্রেডিট অফিসার।
  • শূন্যপদঃ ০১
  • শূন্য পদে নিয়োগের সংখ্যাঃ ৩০০ জন।
  • বয়সঃ ৩২ বছর
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক
  • অভিজ্ঞতাঃ উল্লেখিত রয়েছে কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।
  • মাসিক প্রশিক্ষণ ভাতাঃ ১০০০০ টাকা
  • প্রশিক্ষণ কালঃ ০৩ মাস। নির্বাচনী পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা ০৩ মাস ট্রেইনি ক্রেডিট অফিসার পদে প্রশিক্ষনে থাকবেন। এর পরবর্তীতে .০৩ মাস পর ক্রেডিট অফিসার পদে স্থায়িকরন করা হবে।
  • মাসিক বেতনঃ ২০,০০০ টাকা।
  • পদের নামঃ একাউন্টেন্ট
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক (একাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট)
  • বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
  • অভিজ্ঞতাঃ ক্ষুদ্রঋণ কার্যক্রম একাউন্টেন্ট / হিসাব রক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • পদ সংখ্যাঃ ৫০ জন
  • মাসিক বেতন ও ভাতাঃ২০,০০০
  • স্থায়ীকরণের পর মাসিক বেতন ও ভাতাঃ ২০,২০০/-
  • পদের নামঃ এমই সুপারভাইজার।
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক / স্নাতকোত্তর
  • বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
  • অভিজ্ঞতাঃ স্বনামধন্য প্রতিষ্ঠান ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মকর্তা পদে ০২ বছরের অভিজ্ঞতা সহ ০৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
  • পদ সংখ্যাঃ ১০ জন
  • মাসিক বেতন ভাতাঃ ৩০,৩০০ – ৩৫,৫০০/-
  • স্থায়ীকরণের পরে মাসিক বেতন ও ভাতাঃ ৩২,৮০০ – ৩৮,৩০০/
  • পদের নামঃ শাখা ব্যবস্থাপক
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক / স্নাতকোত্তর
  • বয়সঃ সর্বোচ্চ ৪২ বছর
  • অভিজ্ঞতাঃ স্বনামধন্য প্রতিষ্ঠান ক্ষুদ্রঋণ/ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে.
  • পদ সংখ্যাঃ ৫০ জন
  • মাসিক বেতন ভাতাঃ ঃ৩০,০০০ – ৩৬,০০০
  • স্থায়ীকরণের পরে মাসিক বেতন ও ভাতাঃ ৩২,৫০০-৩৯,০০০
  • পদের নামঃ এরিয়া সুপারভাইজার।
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক / স্নাতকোত্তর
  • বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
  • অভিজ্ঞতাঃ স্বনামধন্য প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ ঋণ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার সুপারভাইজার হিসেবে কমপক্ষে ০৫ টি শাখা এবং ১৫ কোটি টাকার ঋণ স্থিতি পরিচালনায় ০২ বছরের অভিজ্ঞতা।
  • পদ সংখ্যাঃ ২০ জন
  • মাসিক বেতন ও ভাতাঃ ৪১,০০০ – ৪৪,০০০/-
  • স্থায়ীকরণের পরে মাসিক বেতন ভাতাঃ ৪৪,০০০ – ৪৭,০০০/-
  • পদের নামঃ ফাইন্যান্স সুপারভাইজার
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক স্নাতকোত্তর (একাউন্টিং / ফিনান্স //মানেজমেন্ট)
  • বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
  • অভিজ্ঞতাঃ ক্ষুদ্রঋণ কার্যক্রমের (শাখা পর্যায়ে) ফাইন্যান্স সুপারভাইজার হিসেবে ০২ বছরের অভিজ্ঞতা। একাউন্টেন্ট / হিসাব রক্ষক অডিটর হিসেবে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
  • পদ সংখ্যাঃ ১০ জন
  • মাসিক বেতন ও ভাতাঃ ৪০.৮০০ – ৪৫,৩০০/-
  • স্থায়ীকরণের পরে মাসিক বেতন ভাতাঃ ৪৩,৮০০ – ৪৮,৩০০/-
  • পদের নামঃ রিজিওন হেড
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক / স্নাতকোত্তর
  • বয়সঃ সর্বোচ্চ ৪৮ বছর
  • অভিজ্ঞতাঃ প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ ঋণ কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ২৫ টি শাখা এবং ৬০ কোটি টাকা ঋণের স্থিতি পরিচালনায় ০৫ বছরের অভিজ্ঞতা।
  • পদের সংখ্যাঃ ০৫ জন
  • বেতন ও ভাতাঃ ৬০,০০০ – ৬৩,৫০০/-
  • স্থায়ীকরণের পর বেতন ও ভাতাঃ ৬৪,০০০ – ৬৭,৫০০/-

ক্ষুদ্র উদ্যোগ ঋণ প্রোগ্রাম নিয়োগ ২০২১

  • পদের নামঃ সিনিয়র রিলেশনশিপ অফিসার
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক / স্নাতকোত্তর
  • বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
  • অভিজ্ঞতাঃ প্রতিষ্ঠান ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মকর্তা পদে ০২ বছরের অভিজ্ঞতা
  • পদ সংখ্যাঃ ৫০ জন
  • মাসিক বেতন ভাতাঃ ২৪,৫০০ – ৩০,৫০০/-
  • স্থায়ীকরণের পর মাসিক বেতন ভাতাঃ ২৭,০০০-৩৩,০০০/-
  • পদের নামঃ এরিয়া অর্ডিনেটর
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক / স্নাতকোত্তর
  • বয়সঃ ৪৫ বছর
  • অভিজ্ঞতাঃ প্রতিষ্ঠান ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার অথবা সুপারভাইজার হিসেবে কমপক্ষে ০৪ টি শাখা এবং ২০ কোটি টাকা স্থিতি পরিচালনায় ০২ বছরের অভিজ্ঞতা।
  • পদ সংখ্যাঃ ১০ জন
  • মাসিক বেতন ও ভাতাঃ ৪৩,০০০ – ৪৮,০০০/-
  • স্থায়ীকরণ এর পর মাসিক বেতন ভাতাঃ ৪৬,৫০০ – ৫২,৫০০/-

হেলথ প্রোগ্রাম এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2020

শক্তি ফাউন্ডেশন এর হেল্প প্রোগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী শক্তি মেডিকেল কেয়ার সেন্টার (এসএমসিসি) পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নিম্মোক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করা হচ্ছে। উল্লেখ্য যে, ময়মনসিংহ – জামালপুর – গাজীপুর – শেরপুর – ঢাকা নবাবগঞ্জ – নারায়ণগঞ্জ – মুন্সিগঞ্জ – কিশোরগঞ্জ – নরসিংদী – কুমিল্লা (চৌদ্দগ্রাম, মজিদপুর, মুরাদনগর, দেবিদ্বার, দাউদকান্দি) নোয়াখালী – মানিকগঞ্জ – নীলফামারী – জয়পুরহাট – বগুড়া – নওগাঁ – রাজশাহী – নাটোর -বরিশাল – ফরিদপুর – কুষ্টিয়া-ঝিনাইদহ – যশোর – ঝালকাঠি – মাদারীপুর ও চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সকল থানার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • পদের নামঃ মহিলা মেডিকেল এসিস্ট্যান্ট, প্যারামেডিক (চুক্তিভিত্তিক)
  • শিক্ষাগত যোগ্যতাঃ মেডিকেল ইনস্টিটিউট থেকে ০৪ বছরের এমএটিএস (ডিপ্লোমা) কোর্স সম্পন্ন হতে হবে অথবা ০২ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে।
  • বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
  • অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা
  • পদ সংখ্যাঃ ৫০ জন
  • মাসিক বেতনঃ ১৩,০০০/-
  • ওয়েবসাইটঃ www.shakti.org.bd
শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
চাকরির খবর এলার্ট অ্যাপ ডাউনলোড

চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলোঃ

শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

যেভাবে আবেদন করবেনঃ

আগ্রহী প্রার্থীগণ কে শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ আবেদনের জন্য সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ পত্র এবং জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি (পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন) বরাবর আবেদনপত্র প্রার্থীগণকে উক্ত ঠিকানায় আগামী ৩১ তারিখ এর মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পত্র পৌঁছাতে হবে।

সিনিয়র ডিরেক্টর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, বাড়ি নম্বর -৪, রোড নম্বর -১ (মেইন রোড), ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।

আবেদনের নির্দেশাবলীঃ সুবিধাবঞ্চিত মহিলাদের জন্য শক্তি ফাউন্ডেশন, বাড়ি #04, রাস্তা #1 (প্রধান সড়ক), ব্লক #এ, বিভাগ 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216।

শক্তি ফাউন্ডেশন আবেদন ফরম ও পরিক্ষার তারিখ:

শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২১ এর আবেদন ফরম ও পরিক্ষার তারিখ জানতে আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। আপনি আমাদের সাইটও আবেদন ফরম পেতে পারেন। তবে প্রকাশিত হবার পর। এছাড়াও এখান থেকে নতুন সকল এনজিও জব সার্কুলার আবেদন ফরম ডাউনলোড করতে পারেন। কারন আমরা নিয়মিত এনজিও চাকরির বিজ্ঞপ্তি গুলো আপডেট করি আমাদের ওয়েবসাইটে। আর হ্যাঁ, আপনি যদি সর্বশেষ শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ কাজে লাগাতে চান তবে আপনাকে তাদের ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে আপনার সিভি পাঠাতে হবে।

jobs.othoeb.com বাংলাদেশের অন্যতম প্রধান চাকরি শেয়ারিং ওয়েবসাইট বা জব পোর্টাল। আমরা  chakrir khobor, bd jobs circular, আজকের চাকরির খবর, চাকরির পত্রিকা, সরকারী চাকরি, এনজিও চাকরি, NGO Jobs, Bd govt jobs, bd jobs today, bd career, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, নিয়োগ বিজ্ঞপ্তি 2021, daily education, চাকরির খবর পত্রিকা , চাকরির খবর ২০২১, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর,শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, ইত্যাদি সকল খবরাখবর পেতে আমাদের সাথে থাকুন।

যেকোনো বিজ্ঞপ্তির পরবর্তী আপডেট পেতে এবং নিত্য নতুন চাকরির খবর দেখতে চাইলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হোন। ধন্যবাদ,,,,

শেয়ার করে রাখুন

Leave a Reply