১৩৫টি পদে সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে আবারো। Setu NGO Job Circular 2021 সম্প্রতি তাদের কর্তৃপক্ষ কর্তৃক ১৩৫ জনকে ০৫ টি ভিন্ন ভিন্নপদে নিয়োগের নিমিত্তে প্রকাশিত করেছে। সেতু একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এর উন্নয়নের প্রচেষ্টাটি তাদের অ্যানালিটিক সক্ষমতা বাড়াতে, টেকসই গোষ্ঠী গুলিকে সংগঠিত ও সংহতকরণে মনোনিবেশ করে, যাতে তারা স্থানীয়, জাতীয় এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটে কাজ করতে পারে এবং সাহায্য করতে পারে।

এম আর এ নিবন্ধিত, পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত মানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে বর্তমানে সমগ্র বাংলাদেশের বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম সম্প্রসারনের লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

সেতু এনজিও নিয়োগ ২০২১

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে টেকসই উন্নয়নের জন্য সক্ষম করার লক্ষ্যে ১৯৮৩ সালে সেতু নামে এই জাতীয় এনজিওটি গঠিত হয়েছিল। এর উন্নয়নের প্রচেষ্টাটি তাদের অ্যানালিটিক সক্ষমতা বাড়াতে, টেকসই গোষ্ঠীগুলিকে সংগঠিত ও সংঘবদ্ধ করার উপর মনোনিবেশ করে, যাতে তারা স্থানীয়, জাতীয় এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটে কাজ করতে এবং কথা বলতে পারে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান সেতু এনজিও। যোগ্য প্রার্থীরা যে কেউ এই সুযোগটি নিতে পারেন । এখানে আপনারা উক্ত চাকরির জন্য আবেদন করার সময়সীমা, পদের নাম ও আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। এখানে আমরা কাজের পদের নাম (গুলি) তালিকাভুক্ত করেছি।

পল্লী উন্নয়ন একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ <<< এখানে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ <<< এখানে

Setu NGO Niyog Biggopti 2021 Details

এক নজরে দেখে নিন

চাকরির ধরণএনজিও চাকরি
চাকরির ক্যাটাগরিবেসরকারি চাকরি
প্রতিষ্ঠানের নামসেতু এনজিও
পদের নামঃসার্কুলার দেখুন
শুন্যপদ০৫ টি
পদসংখ্যা১৩৫ জন
বয়সঃ১৮ – ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক / স্নাতকোত্তর
জেলাযে কোন
আবেদন শুরু০৩ নভেম্বর, ২০২১
আবেদনের শেষ তারিখ৩০ নভেম্বর, ২০২১
কাজের ধরনফুলটাইম
চাকরির স্থানবাংলাদেশের যেকোনো স্থান
অন্যান্য যোগ্যতাসার্কুলার দেখুন
অন্যান্য অভিজ্ঞতা০৩ বছরের
বেতন পর্যালোচনামাসিক
উৎসব বোনাসসার্কুলার দেখুন
চাকরির উৎসsetu.ngo
বেতন১৬,৮০০ – ৫০,৫০০/-
মুদ্রাবিডিটি
আবেদনের মাধ্যমডাকঘরে
অভিজ্ঞতাপদ ভেদে
ওয়েবসাইটএখানে
নতুন চাকরির আপডেট সবার আগে আমাদের মোবাইল Apps এ পাবেনডাউনলোড

সেতু নিয়োগ ২০২১

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত নতুন চাকরির বিজ্ঞপ্তি আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। তাই আপনি এখন এই পোস্ট থেকে সার্কুলার চেক করতে পারেন। সেই সাথে ২০২১ রাউন্ডে প্রকাশিত সেতু এনজিওর সর্বশেষ কর্মজীবনের সুযোগতি কাজে লাগাতে পারেন। যেকোনো চাকরির বিজ্ঞপ্তি আপডেট পেতে আমাদের সাইট নিয়মিত ভিজিট করতে থাকুন।

  • পদের নামঃ জোনাল ম্যানেজার
  • পদ সংখ্যাঃ ০৪ টি
  • বয়সঃ ৩৫-৪০ বছর
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাস
  • গ্রেডঃ ৬ 
  • পদের নামঃ এরিয়া ম্যানেজার
  • পদ সংখ্যাঃ ১০ টি
  • বয়সঃ ২৯ বছর
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাস
  • গ্রেডঃ ৭
  • পদের নামঃ শাখা ব্যবস্থাপক
  • পদ সংখ্যাঃ২০ টি
  • বয়সঃ ২৯ বছর
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাস
  • গ্রেডঃ ৮
  • পদের নামঃ ক্রেডিট অফিসার
  • পদ সংখ্যাঃ ১০০ টি
  • বয়সঃ ২২-৩০ বছর
  • শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম স্নাতক পাস
  • গ্রেডঃ ১০
  • পদের নামঃ সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী
  • পদ সংখ্যাঃ ০১ টি
  • বয়সঃ ৩৯ বছর
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাস

আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২১

 সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সার্কুলার পিডিএফ
সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আবেদন করতে ক্লিক করুন
চাকরির খবর এলার্ট অ্যাপ ডাউনলোড

আরও নিয়োগ বিজ্ঞপ্তিগুলিঃ

SETU NGO Job Circular 2021

সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অর্থাৎ সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর হাত ধরে সংস্থার মাঠ পর্যায়ে টাঙ্গাইল মানিকগঞ্জ ঢাকা গাজীপুর ময়মনসিংহ-জামালপুর সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় সমন্বিত উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে উল্লেখিত শূন্যপদ ও শর্তে বেশ কিছুসংখ্যক উন্নয়ন কর্মী নিয়োগ করা হবে।

নিম্নে বর্ণিত পদে নিয়োগ পেতে আগ্রহী সৎ পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। ইতোমধ্যে আপনারা শূন্যপদ ও-পথ সম্পর্কিত সকল তথ্য ও খবরা খবর দেখে নিয়েছেন এবার চলুন আবেদনের শর্তাবলী দেখে নেওয়া যাক।

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ আবেদনকারী পারথিকে আবেদনপত্র শ হস্তে লিখতে হবে। সেইসাথে আবেদনপত্রে নাম (বাংলা ও ইংরেজিতে) পিতা বা স্বামীর নাম মাতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা (পাশের সন অপ্রাপ্ত বিভাগ জিপিএ সহ) জন্মতারিখ জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা দুই (০২) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের অনুলিপি ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।

সেইসাথে ক্রেডিট অফিসার গ্রেড-১০বি পদে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পর প্রথম এক মাস প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করতে হবে এরপর প্রশিক্ষণ কাল সফলতার সঙ্গে শেষ হলে তাকে শিক্ষানবিশকাল উন্নীত করা হবে।

সকল পদে শিক্ষানবিশকাল ০৬ মাস। আর শিক্ষানবিশকাল সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী চাকরিতে নিয়মিতকরণ করা হবে।

নিয়মিত হলে প্রভিডেন্ট ফান্ড, গ্রাজুয়েটি সুবিধা ১০ বছরে ০২ টি এবং ১৫ বছরে ০৩ টি করে মূল বেতন প্রদান করা হবে এছাড়াও বছরে০৩ টি উৎসব ভাতা প্রদান করা হবে।

আর হ্যাঁ নির্বাচিত প্রার্থী কে ০২ নং পদের জন্য জামানত বাবদ এককালীন 20000 টাকা ০৩ নং পদের জন্য 15000 টাকা এবং ০৪ নং পদের জন্য প্রার্থীদের 10000 টাকা সংস্থার প্রধান কার্যালয় হিসাব বিভাগে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। মনে রাখবেন এই টাকা ফেরত যোগ্য।

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু এই নামে সোনালী ব্যাংক লিমিটেড টাঙ্গাইল বাজার শাখা টাঙ্গাইল সার্কুলারে উল্লেখিত অনলাইনে জমা দিয়ে জমার রশিদ সংযুক্ত করতে হবে অথবা সংস্থার মার্চেন্ট বিকাশ নম্বরে পাঠাতে হবে তবে অবশ্যই সেটা আবেদন পত্রে উল্লেখ করতে হবে।

আবেদনকারী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর তারিখের মধ্যে ডাকঘরে হাতে হাতে অফিস চলাকালীন সময়ে সহকারি পরিচালক বরাবরের সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি প্রধান কার্যালয় প্লট-৯১, ব্লক-২, রোড-১২ টাঙ্গাইল হাউসিং পশ্চিম আকুর টাকুর পাড়া টাঙ্গাইল ঠিকানা আবেদনপত্র পৌঁছাতে হবে।

বিস্তারিত আরো জানতে উপরের সার্কুলার টি মনোযোগ সহকারে পড়ুন এবং সময় থাকতে আগ্রহী ও উপযুক্ত প্রার্থীরা সঠিক নিয়ম মেনে আবেদন ফরম জমা দেন। সেই সাথে পরবর্তী খবরা খবর পেতে আমাদের সাথেই থাকুন।

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ আবেদনের প্রক্রিয়া ও পরীক্ষার তারিখঃ

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ পত্র এবং জাতীয় পরিচয় পত্রসহ সকল উল্লেখিত আবেদনপত্র প্রার্থীগণকে নিম্নবর্ণিত ঠিকানায় আগামী ৩০ তারিখ এর মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পত্র পৌঁছাতে হবে।

আবেদনের ঠিকানা: সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ আবেদনকারী প্রার্থীকে ‘নির্বাহী পরিচালক, সেতু, টিঅ্যান্ডটি কলোনী রোড, কোর্টপাড়া, পোস্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০’ বরাবর সরাসরি/কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।

  • পদের নামঃ জেনারেল ব্যস্থাপক। 
  • পদের সংখ্যাঃ ০৪ টি
  • বেতন স্কেলঃ  ৫০,৫০০/-  টাকা
  • অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ি ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ ।
  • অভিজ্ঞতাঃ ০৩ বছরের ।
  • বয়স সীমাঃ ৪০ বছর ।
  • আবেদন ফিঃ প্রযোজ্য নহে ।
  • আবেদনের মাধ্যমঃ সরাসরি / ডাকযগের মাধ্যমে ।
  • পদের নামঃ ব্যস্থাপক নিরীক্ষা। 
  • পদের সংখ্যাঃ ০২ টি
  • বেতন স্কেলঃ  ৩৯,৫০০/-  টাকা
  • অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ি ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ ।
  • অভিজ্ঞতাঃ ০৩ বছরের ।
  • বয়স সীমাঃ ৪০ বছর ।
  • আবেদন ফিঃ প্রযোজ্য নহে ।
  • আবেদনের মাধ্যমঃ সরাসরি / ডাকযগের মাধ্যমে ।
  • পদের নামঃ এলাকা ব্যস্থাপক। 
  • পদের সংখ্যাঃ ১০ টি
  • বেতন স্কেলঃ  ৩২,৭০০/-  টাকা
  • অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ি ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ ।
  • অভিজ্ঞতাঃ ০৩ বছরের ।
  • বয়স সীমাঃ ৪০ বছর ।
  • আবেদন ফিঃ প্রযোজ্য নহে ।
  • আবেদনের মাধ্যমঃ সরাসরি / ডাকযগের মাধ্যমে ।
  • শূণ্যপদঃ প্রশিক্ষক
  • পদসংখ্যাঃ ০৪ জন
  • বেতন স্কেলঃ  ২৫,৮০০/-  টাকা
  • অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ি ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ ।
  • অভিজ্ঞতাঃ ০৩ বছরের ।
  • বয়স সীমাঃ ৪০ বছর ।
  • আবেদন ফিঃ প্রযোজ্য নহে ।
  • আবেদনের মাধ্যমঃ সরাসরি / ডাকযগের মাধ্যমে ।
  • পদের নামঃ শাখা ব্যস্থাপক। 
  • পদের সংখ্যাঃ ৩০ টি
  • বেতন স্কেলঃ  ২৪,৮০০/-  টাকা
  • অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ি ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ ।
  • অভিজ্ঞতাঃ ০৩ বছরের ।
  • বয়স সীমাঃ ২৮-৩৫ বছর ।
  • আবেদন ফিঃ প্রযোজ্য নহে ।
  • আবেদনের মাধ্যমঃ সরাসরি / ডাকযগের মাধ্যমে ।
  • পদের নামঃ অভ্যন্তরিণ নিরীক্ষক । 
  • পদের সংখ্যাঃ ০৬ টি
  • বেতন স্কেলঃ  ২৪,৮০০/-  টাকা
  • অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ি ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ ।
  • অভিজ্ঞতাঃ ০৩ বছরের ।
  • বয়স সীমাঃ ২৮-৩৫ বছর ।
  • আবেদন ফিঃ প্রযোজ্য নহে ।
  • আবেদনের মাধ্যমঃ সরাসরি / ডাকযগের মাধ্যমে ।
  • শূণ্যপদঃ অভ্যন্তরীণ নিরীক্ষক
  • পদসংখ্যাঃ ১০ জন
  • বেতন স্কেলঃ ২৪,৮০০/-  টাকা
  • অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ি ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ ।
  • অভিজ্ঞতাঃ ০৩ বছরের ।
  • বয়স সীমাঃ ৪০ বছর ।
  • আবেদন ফিঃ প্রযোজ্য নহে ।
  • আবেদনের মাধ্যমঃ সরাসরি / ডাকযগের মাধ্যমে ।
  • শূণ্যপদঃ ফিল্ড অফিসার
  • পদসংখ্যাঃ ১০০ জন
  • বেতন স্কেলঃ ১৬,৮০০/-  টাকা
  • অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ি ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ ।
  • অভিজ্ঞতাঃ ০৩ বছরের ।
  • বয়স সীমাঃ ৪০ বছর ।
  • আবেদন ফিঃ প্রযোজ্য নহে ।
  • আবেদনের মাধ্যমঃ সরাসরি / ডাকযগের মাধ্যমে ।

jobs.othoeb.com বাংলাদেশের অন্যতম প্রধান চাকরি শেয়ারিং ওয়েবসাইট বা জব পোর্টাল। আমরা  chakrir khobor, bd jobs circular, আজকের চাকরির খবর, চাকরির পত্রিকা, সরকারী চাকরি, এনজিও চাকরি, NGO Jobs, Bd govt jobs, bd jobs today, bd career, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, নিয়োগ বিজ্ঞপ্তি 2021, daily education, চাকরির খবর পত্রিকা , চাকরির খবর ২০২১, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর, সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ ইত্যাদি সকল খবরাখবর পেতে আমাদের সাথে থাকুন।

যেকোনো বিজ্ঞপ্তির পরবর্তী আপডেট পেতে এবং নিত্য নতুন চাকরির খবর দেখতে চাইলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হোন। ধন্যবাদ,,,,

শেয়ার করে রাখুন

Leave a Reply