পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – Family Planning Job Circular 2021 প্রকাশিত হয়েছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ বিপুল সংখ্যক পদ নিয়ে প্রকাশিত হয়েছে আজকে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মসূচী গত ৫২ বছর ধরে সংঘটিত বিভিন্ন পর্যায়ের বিকাশের মাধ্যমে বিকশিত হয়েছে। এই দেশে পরিবার পরিকল্পনার প্রচেষ্টা শুরু হয় গোড়ার দিকে একদল সামাজিক ও চিকিৎসা কর্মীর স্বেচ্ছায় প্রচেষ্টার মাধ্যমে। ১৯৬৫ এর সময় শ্রেণীগত কর্মসূচির উদ্ভব হয়েছিল অর্থনৈতিক উন্নয়ন এর কৌশল  বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে গ্রাম্য এলাকায় পরিবার পরিকল্পনা বিভাগের চাকরির জনপ্রিয়তা একেবারে শীর্ষে। আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করুন।

পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

চাকরির ধরণসরকারি চাকরি
প্রতিষ্ঠানের নামপরিবার পরিকল্পনা
ওয়েবসাইটdgfp.gov.bd
পদসংখ্যা১৫৬২ জন
মোট পদসার্কুলার দেখুন নিচে
জেলাকক্সবাজার, সিলেট, মউলোভীবাজার, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, কুমিল্লা, ঝিনাইদহ, রংপুর ও গাজীপুর
আবেদন শুরু১৮ নভেম্বর ২০২১
আবেদনের শেষ তারিখ১৮ ডিসেম্বর ২০২১
আবেদনের পদ্ধতিঅনলাইনে
বয়সঃ১৮-৩০ বছর
ওয়েবসাইটএখানে
নতুন চাকরির আপডেট সবার আগে আমাদের মোবাইল Apps এ পাবেনডাউনলোড

দেখে নিনঃ সকল চলমান চাকরির বিজ্ঞপ্তির লিস্ট

দেখে নিনঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (সকল জেলা)

পরিবার পরিকল্পনা প্রবেশপত্র ডাউনলোড

পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

নোয়াখালী মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল নিয়োগ ২০২১

পরিবার পরিকল্পনা প্রবেশপত্র ডাউনলোড
পরিবার পরিকল্পনা প্রবেশপত্র ডাউনলোড

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জব সার্কুলার 2021

Poribar Porikolpona Job Circular 2021

পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২১

Poribar Porikolpona Job Circular 2021
Poribar Porikolpona Job Circular 2021
পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলোঃ

পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

>>আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তে বলি অনুসরণ করতে হবে।

(১) পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা হতে হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর সভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও স্থায়ী বাসিন্দার সনদপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অস্থায়ীভাবে বসবাসকারি গ্ণ এই পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

(২) পরিবার কল্যাণ সহকারী পদের আবেদনকারীকে অবশ্যই শূন্য পদের বিপরীতে প্রদর্শিত সংশ্লিষ্ট ইউনিয়নের সংশ্লিষ্ট ইউনিট অথবা বোর্ডের আওতাভুক্ত গ্রাম পাড়া বা মহল্লার স্থায়ী বাসিন্দা হতে হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর সভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও স্থায়ী বাসিন্দার সনদপত্র এর কপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অস্থায়ীভাবে বসবাসকারী কেউ এই পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। 

(৩) ২৫/০৩/২০২০ (পঁচিশ মার্চ দুই হাজার বিশ) তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শহীদ মুক্তিযোদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

(৪) পরিবার কল্যাণ সহকারী পদের আবেদনকারীকে অবশ্যই শূন্য পদের বিপরীতে প্রদর্শিত সংশ্লিষ্ট ইউনিয়নের সংশ্লিষ্ট ইউনিট অথবা বোর্ডের আওতাভুক্ত গ্রাম পাড়া বা মহল্লার স্থায়ী বাসিন্দা হতে হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌর সভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও স্থায়ী বাসিন্দার সনদপত্র এর কপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অস্থায়ীভাবে বসবাসকারী কোন এই পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। 

(৫) সরকারী আধা-সরকারী এবং স্বায়ত্বশাসিত সংস্থায় কর্তব্যরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে এবং অনুমতি পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

(৬) নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান এবং কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধান কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

(৭) নিয়োগ বিজ্ঞপ্তির 1 থেকে 2 নং পদের জন্য 112 টাকা এবং 3 থেকে 4 নং পদের জন্য 56 টাকা ফি জমা দিতে হবে।

(৮) প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র ভেজাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাওয়া ন্যূনতম সত্যের সাথে সামঞ্জস্য পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময় করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

(৯) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিম্নোক্ত অথবা কাগজ পত্রের ফটোকপি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়ন করে এক্সের জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে।

  • প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র
  • মহিলা কোটা ব্যতীত অন্যান্য ফোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রমাণ।
  • আবেদনকারী মুক্তিযোদ্ধা প্রথম শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও পুত্র কন্যার পুত্র কন্যা হলে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও পুত্র কন্যার পুত্র কন্যা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র অথবা পৌরসভার কাউন্সিলর ফটিক যাচাই পত্র জমা দিতে হবে।
  • ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র
  • জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন

(ক)। পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আগ্রহী প্রার্থীগণ http://dgfp.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ :

(i) Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৬/১০/২০২১, সকাল ১০:০০ টা।

(ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৫/১০/২০২১, বিকাল ০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে।

এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ kb এর মধ্যে (গ) Online এ পূরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। | SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে।

নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন।

উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা download পূর্বক সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID দেওয়া থাকবে। উক্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে ০২(দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ২৯নং ক্রমিকে বর্ণিত পদের জন্য মােট ১১২/- (একশত বার) টাকা পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকা} ৩০ থেকে ৩৬ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য মােট ৫৬/(ছাপ্পান্ন) টাকা {পরীক্ষার ফি ৫০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/- টাকা} অনধিক ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ আবেদনের টাকা পাঠানাে প্রক্রিয়া দেখে নিনঃ

১ম SMS: DGFP<Space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে । উদাহরণ : DGFP ABCDEF Reply: Applicant’s Name, TK-112/56 will be charged as application fee, Your PIN is 12345678. To Pay fee Type DGFP<Space>Yes<Space>PIN and send to 16222.

২য় SMS: DGFP<Space>Yes<Space>PIN লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে । উদাহরণ : DGFP YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for DGFP Recruitment Application for (XXXXXXXxx) User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx).

বিশেষভাবে উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। |

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dgfp.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন।

প্রার্থী কর্তৃক এই প্রবেশপত্রটি নিয়ােগ সংক্রান্ত সকল পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i) User ID জানা থাকলে DGFP<Space>Help<Space>User<Space> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। উদাহরণ: | DGFP | HELP | USER | ABCDEDF | ii) Pin Number জানা থাকলে DGFP<Space>Help<Space>PIN <Space> PIN Number লিখে 16222 নম্বরে Send করতে হবে ।

উদাহরণ: [ DGFP | HELP | PIN | 123456789] Online এ আবেদন করতে কোনাে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যে কোন অপারেটরের ফোন থেকে ০১৫০০১২১১২১ নম্বরে কল করুন। এছাড়া [email protected] ইমেইলে যােগাযােগ করা যাবে। (ইমেইলের Subject এ DGFP, XXXXXXXXXXXXXX (পদের নাম), Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

পপরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ পরীক্ষা হয়ে থাকে সাধারণত এলাকাভেদে লোকাল পর্যায়ে। উচ্চতার কোন পথে যখন নিয়োগ হয় তখন সেটা হয়তো বিভাগীয় কিংবা রাজধানী শহরের পরীক্ষা দিতে হতে পারে। সঠিকভাবে আবেদন করার পর এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আর আপনার এডমিট কার্ডের লেখা থাকবে যে কবে পরীক্ষা হবে এবং কোথায় হবে। 

পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ নিয়ে কোন প্রশ্ন থেকে থাকলে নিচে কমেন্ট করে জানান।

যেকোনো বিজ্ঞপ্তির পরবর্তী আপডেট পেতে এবং নিত্য নতুন চাকরির খবর দেখতে চাইলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হোন। ধন্যবাদ,,,,

শেয়ার করে রাখুন

Leave a Reply