হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ ২০২১ Healthcare Pharmaceuticals Limited HPL Job Circular 2021 কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে শূন্য পদে নতুন জনবহুল নিয়োগের নিমিত্তে। বিজ্ঞপ্তিতে সেলস এন্ড মার্কেটিং এর শূন্যপদে নিয়োগের উদ্দেশ্যে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।
হেলথ নিয়োগ ২০২১
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর অন্তর্ভুক্ত হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশের ওষুধ শিল্পের একটি অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে মাঝেমধ্যেই নতুন হেলথ জব সার্কুলার প্রকাশ পেয়ে থাকে। এখানে আপনারা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর যাবতীয় তথ্য পাবেন। এছাড়াও হেলথ কেয়ার এ প্রকাশিত সকল বিজ্ঞপ্তির পিডিএফ লিংক ও আবেদনের পরামর্শ নিয়মিত পেতে পারেন আমাদের jobs.othoeb.com সাইট থেকে। তো চলুন, শুরু করি।
পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ <<< এখানে
এক নজরে দেখে নিন
চাকরির ধরণ | ফার্মাসিউটিক্যালস চাকরি |
প্রতিষ্ঠানের নাম | স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড |
পদের নামঃ | সেলস এন্ড মার্কেটিং |
পদসংখ্যা | অনির্দিষ্ট |
বয়সঃ | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক / স্নাতকোত্তর / ডিপ্লোমা / এইচএসসি / জেএসসি |
জেলা | যে কোন |
আবেদন শুরু | ইতোমধ্যে শুরু হয়েছে |
আবেদনের শেষ তারিখ | ০৬ নভেম্বর ২০২১ |
কাজের ধরন | ফুলটাইম |
চাকরির স্থান | বাংলাদেশের যেকোনো স্থান |
অন্যান্য যোগ্যতা | সার্কুলার দেখুন |
অন্যান্য অভিজ্ঞতা | ২ বছরের |
বেতন পর্যালোচনা | মাসিক |
উৎসব বোনাস | সার্কুলার দেখুন |
চাকরির উৎস | squarepharma.com |
বেতন | আলোচনা সাপেক্ষে |
মুদ্রা | বিডিটি |
আবেদনের মাধ্যম | অনলাইন |
অভিজ্ঞতা | পদ ভেদে |
ওয়েবসাইট | এখানে |
নতুন চাকরির আপডেট সবার আগে আমাদের মোবাইল Apps এ পাবেন | ডাউনলোড |
দেখে নিনঃ সকল চলমান চাকরির বিজ্ঞপ্তির লিস্ট
আগ্রহীরা দ্রুত আবেদন করুন
- পদের নামঃ মেডিক্যাল ইনফরমেশন অফিসার
- পদের সংখ্যাঃ অনির্দিষ্ট
- জব ফাংশনঃ সেলস প্রমশোন
- লোকেশনঃ বাংলাদেশের যেকোনো
- চাকরির ধরনঃ পূর্ণকালীন
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/ব্যাচেলর ডিগ্রি
- বেতনঃ আলোচনা সাপেক্ষে
- অভিজ্ঞতাঃ ১৫ বছর
- পদের নামঃ হেড অফ বিজনেস অপারেশন-এনিমেল হেলথ
- পদের সংখ্যাঃ অনির্দিষ্ট
- জব ফাংশনঃ সেলস এন্ড মার্কেটিং
- লোকেশনঃ অফিসের প্রধান কার্যালয়
- চাকরির ধরনঃ পূর্ণকালীন
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি
- বেতনঃ আলোচনা সাপেক্ষে
- অভিজ্ঞতাঃ ১৫ বছর
- পদের নামঃ হেড অব বিজনেস অপারেশন-হারবাল ডিভিশন
- পদের সংখ্যাঃ অনির্দিষ্ট
- ফাংশনঃ সেলস এন্ড মার্কেটিং
- লোকেশনঃ অফিসের প্রধান কার্যালয়
- চাকরির ধরনঃ পূর্ণকালীন
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উক্ত বিষয়ে স্নাতক ডিগ্রি।
- বেতনঃ আলোচনা সাপেক্ষে
- অভিজ্ঞতাঃ ১৫ বছর
হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ ২০২১ সার্কুলার

আবেদনের শেষ তারিখঃ ৩১ অক্টোবর ২০২১


চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলোঃ
হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আবেদনের নিয়মাবলী:
হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ ২০২১ -এ আগ্রহী প্রার্থীগণ কে হেলথ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ আবেদনের জন্য সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা,
অভিজ্ঞতা সনদ পত্র এবং জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি (পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন) বরাবর আবেদনপত্র প্রার্থীগণকে নিম্নবর্ণিত ঠিকানায় আগামী ০৬ নভেম্বর ২০২১ তারিখ এর মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পত্র পৌঁছাতে হবে।
আবেদনপত্র নির্ধারিত তারিখ ও সময়ের পর গ্রহণ করা হবে না। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা/পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদনপত্রসমূহ থেকে কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের প্রয়োজন মত লিখিত (রচনামূলক), ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। প্রতিটি পদের বিপরীতে বর্ণিত শূন্য পদের সংখ্যা নিয়োগ প্রদানকালে কম/বেশি হতে পারে।
প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, পঠিত বিষয়, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য তথ্য অসম্পূর্ণ বা অসত্য প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে।
এরুপ অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তী যে কোন সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষের গোচরীভূত হলে তাকে চাকুরী হতে বিনা নোটিশে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ ২০২১ -এ বাংলাদেশের নাগরিক নয় এরকম কোন ব্যক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার সংকল্প করে থাকলে অথবা যদি তিনি পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক সততা, নৈতিক স্খলন এর কারণে অপসারিত বা বরখাস্তকৃত হয়ে থাকেন অথব।
যদি দেশের কোন ফৌজদারী আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে উক্ত প্রার্থী বা আবেদনকারী নিয়োগ লাভের জন্য বিবেচিত হবেন না।
ট্যাগঃ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, হেলথ কেয়ার জব সার্কুলার 2021, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ ২০২১ পিডিএফ ডাউনলোড ।
jobs.othoeb.com বাংলাদেশের অন্যতম প্রধান চাকরি শেয়ারিং ওয়েবসাইট বা জব পোর্টাল। আমরা chakrir khobor, bd jobs circular, আজকের চাকরির খবর, চাকরির পত্রিকা, সরকারী চাকরি, এনজিও চাকরি, NGO Jobs, Bd govt jobs, bd jobs today, bd career, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, নিয়োগ বিজ্ঞপ্তি 2021, daily education, চাকরির খবর পত্রিকা , চাকরির খবর ২০২১, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ ২০২১,ইত্যাদি সকল খবরাখবর পেতে আমাদের সাথে থাকুন।
যেকোনো বিজ্ঞপ্তির পরবর্তী আপডেট পেতে এবং নিত্য নতুন চাকরির খবর দেখতে চাইলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হোন। ধন্যবাদ,,,,