কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ Karigori Shikkha Odhidoptor Job Circular 2022: আজকে প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “স্কিলস ফর এম্প্লয়মেন্ট ইনভেসমেন্ট প্রোগ্রাম” প্রকল্পের আওতায় DTE-SEIP PIU এর জন্য জরুরি ভিত্তিতে চুক্তিভিত্তিক জনবল সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২২

এক নজরে

চাকরির ধরণসরকারি চাকরি
প্রতিষ্ঠানের নামকারিগরি শিক্ষা অধিদপ্তর
পদের নামঃবিজ্ঞপ্তিতে দেখুন
শুন্যপদ০২টি
বয়সঃ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/এইচএসসি
জেলাসকল জেলা
আবেদনের শেষ তারিখ১২ জানুয়ারি ২০২২
আবেদনের পদ্ধতিডাকযোগে/সরাসরি

দেখে নিনঃ চলমান সরকারি চাকরি বিজ্ঞপ্তির তালিকা

  • পদের নামঃ প্রশাসনিক কর্মকর্তা
  • পদ সংখ্যাঃ ০১
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর পাস।
  • পদের নামঃ অফিস এটেনডেন্ট
  • পদ সংখ্যাঃ ০১
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ+কম্পিউটার চালনায় দক্ষতা।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
www.techedu.gov.bd job circular 2022
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
DTE Job Circular

আরও দেখতে পারেন

আবেদনের শর্ত ও নিয়মাবলী

আবেদনকারীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম তাদের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। সেইসাথে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত ছায়ালিপি, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি,

স্ব স্ব এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত ছায়ালিপি, ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

মনে রাখবেন খামের উপরে পদের নাম এবং আবেদনকারীর নিজ জেলার নাম সমূহ স্পষ্ট অক্ষরে লিখতে হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা: ১২ জানুয়ারি ২০২২.

এসএমএস প্রদানের নিয়মাবলী: SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:

Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Sugnature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী ০১টি User ID, ছবি এবং স্বাক্ষর যুক্ত ০১টি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী Print অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং এই User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি নিয়োগ বিজ্ঞপ্তি’র

ক্রমিক ০১ থেকে ১১ পর্যন্ত পদের জন্য ১০০/- টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ সর্বমোট ১১২/- টাকা এবং ক্রমিক ১২ থেকে ১০ পর্যন্ত পদের জন্য ৫০/ টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ সর্বমোট ৫৬/- টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে ৩০৯টি পদে কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

(i) SMS: DTER < Space>User ID send to 16222
উত্তর: আবেদনকারীর নাম, আবেদন ফি হিসেবে ৫০০ টাকা নেওয়া হবে। আপনার পিন হল (৮ ডিজিটের নম্বর) ১২৩৪৫৬৭৮।
ফি দিতে: Type DTER < Space>Yes< Space>PIN and send to 16222.

(ii) SMS: DTER < Space> Yes < Space>PIN – send 16222 Number

উদাহরণ: DTER YES 12345678

উত্তর: অভিনন্দন আবেদনকারীর নাম, XXXXXxxxxxxxxxxx ব্যবহারকারীর আইডির জন্য DTER আবেদনের জন্য সফলভাবে অর্থ প্রদান সম্পন্ন হয়েছে। DTER Application for xxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) an,d Password (xxxxxxxx)

উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থায় গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি hnp://dtev.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।

Online এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় ঊরু নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অধিদপ্তর নিয়োগ: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্পে নিম্নে উল্লেখিত পদে প্রকল্প মেয়াদে সাকুল্য বেতন লোকবল নিয়োগ করা হবে। 

বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর এ প্রকাশিত সকল বিজ্ঞপ্তির আবেদনপত্র পূরণের মাধ্যম নিয়মাবলী এবং সমস্ত বৃত্তান্ত আপনারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.techedu.gov.bd) তে পেয়ে থাকবেন। এখানে আপনাদের সুবিধার্থে কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর আবেদনের শর্তাবলী উল্লেখ করা হলো।

  • প্রথমত কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট প্রদত্ত (জনপ্রশাসন মন্ত্রণালয়- www.mops.gov.bd কর্তৃক নির্ধারিত) ০১ পাতার ফর্মে স্বহস্তে অথবা কম্পিউটার কম্পোজ করে আবেদন করতে হবে।
  • আবেদনপত্র, প্রকল্প পরিচালক, বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্প, কক্ষ নং -৪০১, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি, ডাকঘরে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে।
  • দরখাস্তের সাথে শুধুমাত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি স্টাপলার দিয়ে লাগাতে হবে।
  • সরকারী বিধি মোতাবেক লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আবেদনপত্রের সাথে ১০ টাকার ডাকটিকিট যুক্ত একটি খামের উপর প্রার্থীর ডাক যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর লিখে তার সংযুক্ত করতে হবে। সেই সাথে আবেদনের শেষ সময় সীমার মধ্যে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মনে রাখবেন মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর বয়স প্রযোজ্য হবে।
  • অসম্পূর্ণ ও রিত সময়ের পরে জমা দিয়ে চালানোর কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রার্থীদের যাতায়াতের জন্য কোন প্রকার টি এ/দিয়ে দেওয়া হবে না।
  • আর হ্যাঁ নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে আর সাকুল্য বেতন নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা বলী অনুসরণ করা হবে।
  • প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে। 

বিশেষ দ্রষ্টব্যঃ প্রকল্প পরিচালক, বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্প, কক্ষ নং -৪০১, এফ-৪/বি, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবরে ১-৩৭০৩-০০০০-২০৩১ করে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের যে কোন শাখায় একশত টাকা জমা দিয়ে চালানোর কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

যেকোনো বিজ্ঞপ্তির পরবর্তী আপডেট পেতে এবং নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হোন। ধন্যবাদ

শেয়ার করে রাখুন

Leave a Reply