৩৫০টি পদে সিএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সিএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ CSS NGO Job Circular 2021 সম্প্রতি শূন্য পদে নতুন জনবহুল নিয়োগের নিমিত্তে এনজিও কর্তৃপক্ষ কর্তৃক তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.cssbd.orgএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি ( সিএসএস ) একটি বিখ্যাত জাতীয় এনজিও যার ২,১০০ কর্মচারী রয়েছে। তারা বর্তমানে অভিজ্ঞ বাক্তিদের খুঁজছে রিজিওনাল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, লোণ অফিসার পদে নিয়োগের নিমিত্তে।

সিএসএস এনজিও নিয়োগ ২০২১

সিএসএস হলো, একটি বেসরকারি সংস্থা। যা (NGO) অ্যাফেয়ার্স ব্যুরো-তে নিবন্ধিত, দুর্যোগ প্রতিক্রিয়া, প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবা, আনুষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, ক্ষুদ্র উদ্যোগের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা, পানি ও স্যানিটেশন, শিশু যত্নের ঘর এবং এতিমখানা, শিশুশ্রম ও পাচার, এইচআইভি/এইডস ইত্যাদি।

প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য হলো, প্রান্তিক জনগোষ্ঠীকে দারিদ্র্যের চক্র থেকে বের করে আনা এবং বৈষম্যমুক্ত সমাজের কল্পনা করা এবং অন্যায় যেখানে নারী ও পুরুষ সমানভাবে উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখা। আপনি আমার সাইটে ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি এনজিওর প্রয়োজনীয়তা সম্পর্কে সমস্ত আপডেট পাবেন। সিএসএস এনজিও সম্পর্কে আরও তথ্যের নীচে দেখুন। সেই সাথে আবেদনের নিয়মগুলো সঠিকভাবে পড়ে সময় থাকতে আবেদন করুন। 

এক নজরে দেখে নিন

চাকরির ধরণএনজিও চাকরি
প্রতিষ্ঠানের নামক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি
পদের নামঃসার্কুলার দেখুন নিচে
পদসংখ্যা৩৫০ টি
বয়সঃউল্লেখিত নয়
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/ স্নাতকোত্তর।
জেলাযেকোনো জেলা
আবেদন শুরু২৩ অক্টোবর ২০২১
আবেদনের শেষ তারিখ১৫ নভেম্বর ২০২১
কাজের ধরনফুলটাইম
চাকরির স্থানবাংলাদেশের যেকোনো স্থানে
অন্যান্য যোগ্যতাসার্কুলার দেখুন
অন্যান্য অভিজ্ঞতাসার্কুলার দেখুন
আবেদনের ফ্রি৩০০/-
বেতন পর্যালোচনামাসিক
উৎসব বোনাসসার্কুলার দেখুন
চাকরির উৎসBD jobs.com
বেতন১৭,৭৭০০-২১,৫৫০/-
আবেদনের মাধ্যমডাকঘরে
অভিজ্ঞতাসার্কুলার দেখুন
ওয়েবসাইটএখানে
ওয়েবসাইটএখানে

দেখে নিনঃ সকল চলমান চাকরির বিজ্ঞপ্তির লিস্ট

সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

সিএসএস একটি জনকল্যাণ ব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। যার ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটির এম আর এ সনদ নং ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯. সংস্থা মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে

  • পদের পদের নামঃ রিজিওনাল ম্যানেজার
  • পদ সংখ্যাঃ ১০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • চাকরির ধরনঃ নিয়মিত
  • বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
  • বেতনঃ ২৮,০০০-৩৩,২৩০/- 
  • পদের নামঃ ব্রাঞ্চ ম্যানেজার
  • পদ সংখ্যাঃ ৪০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • চাকরির ধরনঃ নিয়মিত
  • বয়সঃ সর্বোচ্চ ৩৮ বছর
  • বেতনঃ ২৬,৬৫০-৩১,৯৭০/- 
  • পদের নামঃ লোন অফিসার
  • পদ সংখ্যাঃ ৩০০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • চাকরির ধরনঃ নিয়মিত
  • বয়সঃ সর্বোচ্চঃ ৩৪ বছর
  • বেতনঃ ৯০০০-২১,৫৫০/-

পদের নাম সমূহঃ লোন অফিসারবিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের মাধ্যমঃ ডাকঘরে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট – এখানে ক্লিক করুন

সিএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সিএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ পিডিএফ ডাউনলোড

আবেদনের শেষ তারিখঃ ১৫ নভেম্বর ২০২১

চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ

সিএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আবেদন সংক্রান্ত সকল তথ্যঃ

সিএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আগ্রহী প্রার্থীদের উল্লেখিত ঠিকানা গুলির যেকোনো একটি ঠিকানায় আগামী ১৫ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে সিভিসহ আবেদন পত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সহ সকল কাগজপত্র (জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি পরিচালক এইচআরএম এন্ড পিএমএএল বরাবর পাঠাতে হবে।

আবেদনপত্র যাচাই বাছাই করে পরীক্ষার তারিখ পরবর্তীতে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে নির্বাচনী পরীক্ষার আহ্বান করা হবে।

এখানে উল্লেখ্য যে, নির্বাচনী পরীক্ষা হবে উত্তরা ব্রাঞ্চ জোনাল অফিস ও কুমিল্লা ব্রাঞ্চ জোনাল অফিস এবং সিএসএস প্রধান কার্যালয় জলমা পুরাতন ফেরিঘাট রোড, বাটিয়াঘাটা, খুলনা ঠিকানায়। 

সুতরাং আবেদন পত্রের মধ্যে এবং খামের ওপর যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে হবে।

সেই সাথে পার্থীগনকে খামের উপরে উক্ত পদের নাম উল্লেখ করতে হবে সুস্পষ্টভাবে।

প্রার্থীদের পরীক্ষার দিন নগদ ৩০০#= টাকা পরীক্ষার ফি প্রদান করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

তবে প্রার্থীগণ যদি অযোগ্য হিসেবে গণ্য হন এবং সকল দিক বিবেচনা করে যদি উক্ত পদে চাকরি না হয় তাহলে পরীক্ষার ফি ফেরত দেওয়া হবে না। (অফেরৎযোগ্য)

নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে ১৫,০০০/= টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকরি শেষে লভ্যাংশ সহ ফেরত যোগ্য।

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না।

যে সকল প্রার্থীদের আত্মীয় সিএসএস এ কর্মরত রয়েছেন তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহ্বান করা হবে তাই নিয়োগ প্রক্রিয়ায় পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

সিএসএস যেকোন আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে বলে উল্লেখ্য।

বিশেষ দ্রষ্টব্যঃ সিএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ উক্ত পদ সমূহে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোন এলাকা। লোন অফিসার পদের জন্য যেসকল প্রার্থীরা ঢাকা উত্তরা ব্রাঞ্চ ইন্টারভিউ দিতে ইচ্ছুক সেসকল প্রার্থীরা বরাবর পরিচালক, এইচআরএম এন্ড পিএমইএল, সিএসএস উত্তরা ব্রাঞ্চ, বাড়ি নং -২৬ সেক্টর -৪ রোড নং-১১ উত্তরা মডেল টাউন, উত্তরা ঢাকা ঠিকানায়

আবেদন পাঠাতে হবে এবং যে সকল প্রার্থীরা সিএসএস প্রধান কার্যালয় ইন্টারভিউ দিতে ইচ্ছুক সেই সকল প্রার্থীদের ১ ও ২ নং পদের প্রার্থীরা বরাবর পরিচালক এইচআরএম এন্ড পিএমইএল, সিএসএস প্রধান কার্যালয়, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা, বটিয়াঘাটা খুলনা এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে।

আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্তসহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবির জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।

আর হ্যাঁ অবশ্যই আবেদনপত্রে আবেদনকারী প্রার্থীর মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

সংস্থা প্রদত্ত সুযোগ-সুবিধাঃ

বাৎসরিক ৩০ দিন করে ছুটি এবং বছরে ১২ দিন ছুটি রিচার্জ করা যাবে।

জয়ার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতিবছর ঈদ উল ফিতর, ঈদুল আযহা এবং দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে ০৭/১ সপ্তাহ করে ছুটি প্রদান, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল শিক্ষা সহায়ক তহবিল বিমা সুবিধা পিএফ গ্রাজুয়েটি সুবিধা বাৎসরিক ইনক্রিমেন্ট মোটরসাইকেল জ্বালানি বিল প্রদান পুলিশকর্মীদের আবাসিক সুবিধা। তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে কৃতিত্ব ও মাতৃত্বজনিত ছুটি।

উক্ত সার্কুলারটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ww.bd job.com এবং www.cssbd.org সাইতে দেখুন।

সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি

সিএসএস একটি মানবিক এবং আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা। যা বাংলাদেশে .১৯৭২ সাল থেকে কাজ করছে, মুক্তিযুদ্ধের অব্যবহিত পরে। যা ৩ মিলিয়ন মানুষের জীবন এবং দেশের অবকাঠামোর বিপুল ক্ষতি করেছে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত জাতির দুর্দশা দেখে গভীরভাবে অনুপ্রাণিত, রেভারেন্ড পল মুন্সী এই দেশের হতাশাগ্রস্ত মানুষের মধ্যে নতুন আশা ও আকাঙ্ক্ষাকে পুনরুজ্জীবিত করতে ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (CSS) প্রতিষ্ঠা করেন। এমনকি প্রাথমিক দিনগুলিতে, যখন বাংলাদেশ মূলত একটি সাহায্য নির্ভর দেশ ছিল তখন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কর্মসংস্থান এবং জীবিকার সুযোগ সৃষ্টির জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের গুরুত্বের দিকে মনোনিবেশ করেছিলেন।

উদ্দেশ্যও মান

সিএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

সিএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ নিয়ে কোন প্রশ্ন থেকে থাকলে নিচে কমেন্ট করে জানান।

যেকোনো বিজ্ঞপ্তির পরবর্তী আপডেট পেতে এবং নিত্য নতুন চাকরির খবর দেখতে চাইলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হোন। ধন্যবাদ,,,,

শেয়ার করে রাখুন

Leave a Reply