বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ বিবিসি মিডিয়া অ্যাকশন মন্ত্রণালয়ে ০২টি পদে (মাল্টিমিডিয়া এডিটর ও আউটরিচ অফিসার ) নতুন ০২ নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। বিবিসি মিডিয়া অ্যাকশনে নিম্নোক্ত শূন্য পদ সমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক গণের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে। BBC Media Action Job Circular 2021 এক নজরে দেখে নিন এবং সময় থাকতে আবেদন করুন।

এক নজরে দেখে নিন

চাকরির ধরণপ্রাইভেট চাকরি
প্রতিষ্ঠানের নামবিবিসি মিডিয়া অ্যাকশন
পদের নামঃমাল্টিমিডিয়া এডিটর
শুন্যপদ০১ টি
পদসংখ্যাসার্কুলার দেখুন নিচে
বয়সঃ১৮ – ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাজেএসসি / এসএসসি / এইচএসসি / ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর
জেলাযে কোন
আবেদন শুরুইতোমধ্যে শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ১০ নভেম্বর, ২০২১
কাজের ধরনফুলটাইম
চাকরির স্থানবাংলাদেশের যেকোনো স্থান
অন্যান্য যোগ্যতাসার্কুলার দেখুন নিচে
বেতন পর্যালোচনামাসিক
উৎসব বোনাসনিচে দেখুন
চাকরির উৎসনিচে দেখুন
মুদ্রাবিডিটি
আবেদনের মাধ্যমঅনলাইনে
ওয়েবসাইটএখানে
নতুন চাকরির আপডেট সবার আগে আমাদের মোবাইল Apps এ পাবেনডাউনলোড

দেখে নিনঃ সকল চলমান চাকরির বিজ্ঞপ্তির লিস্ট

  • পদের নাম : আউটরিচ অফিসার
  • খালি পদ : ০১
  • খালি পদে নিয়োগের সংখ্যা: অনির্দিষ্ট
  • শিক্ষাগত যোগ্যতা : জেএসসি / এসএসসি / এইচএসসি / ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর
  • বয়স : ১৮-৩০ বছর।
  • বেতন স্কেল : আলোচনা সাপেক্ষে
  • আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২১
  • পদের নাম : মাল্টিমিডিয়া এডিটর
  • খালি পদ : ০১
  • খালি পদে নিয়োগের সংখ্যা: অনির্দিষ্ট
  • শিক্ষাগত যোগ্যতা : জেএসসি / এসএসসি / এইচএসসি / ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর
  • বয়স : ১৮-৩০ বছর।
  • বেতন স্কেল : আলোচনা সাপেক্ষে
  • আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২১
বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ বিজ্ঞপ্তি
বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ ২০২১
বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ ২০২১
আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২১

আরও দেখুন

বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ ২০২১

আবেদন করার নিয়মাবলী ও শর্তাবলীঃ

বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আগ্রহী পার্থী অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। 

১৪-১০-২০২১ পর্যন্ত প্রার্থীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়সসীমা নির্ধারিত হবে। তাই সাধারন প্রার্থীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়সসীমা ১৮-৩০ বছর।

আবেদনকারীকে ১০০% সঠিক তথ্য জমা দিতে হবে। যদি কোনো প্রার্থীর তথ্য গোপন করে এবং পরবর্তীতে তা শনাক্ত হয় সে ক্ষেত্রে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিয়োগাদেশ বাতিল করা হবে।

চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং উক্ত প্রার্থীদের মন্ত্রণালয় বিভাগ / অধিদপ্তর /সংস্থার ছাড়পত্র সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে।

বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আগ্রহীদের বিবিসির নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। সেই সাথে উক্ত শূন্য পদের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

আবেদন যোগ্যতাঃ বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ আবেদনের জন্য সাংবাদিকতা বিষয়ক ডিগ্রির পাশাপাশি ডিজিটাল জার্নালিজমের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলায় ভাষায় শুদ্ধ ভাবে কথা বলতে পারতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।অনলাইনে মিডিয়ায় আকর্ষণীয় ও কার্যকরী প্রভাব তৈরি করবে, এমন কনটেন্ট তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। অরিজিনাল টেক্সট ও ভিডিও দিয়ে বিভিন্ন স্টোরি তৈরিতে পারদর্শী হতে হবে।

বেতন ও  সুযোগ সুবিধাঃ

  •  আকর্ষণীয় বেতন প্যাকেজ
  • সপ্তাহে ৩৫ ঘণ্টা কাজ।
  • পেনশন, স্বাস্থ্য সেবা ও জিম সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।

আবেদন করবেন যেভাবেঃ বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আগ্রহীদের বিবিসির নিয়োগ সংক্রান্ত ওয়েব সাইট থেকে আবেদন করতে হবে।

বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশ চাকরির আবেদন ফরমঃ বিবিসি মিডিয়া অ্যাকশন জব অ্যাপ্লিকেশন ফর্ম চাকরিপ্রার্থীরা বিবিসি মিডিয়া অ্যাকশন অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন। বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ চাকরির আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিবিসি মিডিয়া অ্যাকশন কার্যালয়ে পাঠিয়ে দিন।

  • পদের নাম : জার্নালিস্ট,বিবিসি নিউজ বাংলা
  • খালি পদ : ০১
  • খালি পদে নিয়োগের সংখ্যা: অনির্দিষ্ট
  • শিক্ষাগত যোগ্যতা : জেএসসি / এসএসসি / এইচএসসি / ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর
  • বয়স : ১৮-৩০ বছর।
  • বেতন স্কেল : আলোচনা সাপেক্ষে
  • আবেদনের শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০২১
  • পদের নাম: গবেষণা সহকারী (পরিমাণগত)
  • প্রতিবেদন: গবেষণা কর্মকর্তা (পরিমাণগত)
  • ডিউটি স্টেশন: কক্সবাজার
  • পদমর্যাদা: ০৩
  • চুক্তির ধরন: নির্দিষ্ট মেয়াদ
  • সময়কাল: তিন মাস (সম্প্রসারণের প্রবল সম্ভাবনা)
  • আবেদনের শেষ তারিখ: ২৫ শে সেপ্টেম্বর ২০২১
  • পদের নাম: গবেষণা কর্মকর্তা
  • ডিউটি স্টেশন: কক্সবাজার
  • গ্রেড: ০২
  • প্রতিবেদন: গবেষণা ব্যবস্থাপক
  • সময়কাল: তিন মাস (সম্প্রসারণের প্রবল সম্ভাবনা)
  • পদ: এক
  • আবেদনের শেষ তারিখ: ২৫ শে সেপ্টেম্বর ২০২১

বিবিসি মিডিয়া অ্যাকশন

বিবিসি মিডিয়া অ্যাকশন প্রতিষ্ঠান এর তথাকথিত গল্প ও কাজঃ

  • আমাদের বাংলাদেশ অফিস দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং সমালোচনামূলক মানবিক সহায়তা বিস্তৃত বিভিন্ন এবং বিস্তৃত প্রকল্প পরিচালনা করে।
  • আমরা রোহিঙ্গা শরণার্থী সংকটে দ্রুত সাড়া দিয়েছি, এবং বর্তমানে কমিউনিটি এনগেজমেন্ট এবং জবাবদিহিতার জন্য কমন সার্ভিসের নেতৃত্ব দিচ্ছি – রোহিঙ্গা এবং আয়োজক সম্প্রদায়ের সমর্থনে মানবিক প্রচেষ্টাকে আরও ভালভাবে জানানো এবং সমন্বয়ের জন্য একটি উদ্ভাবনী মডেল। আমাদের অংশীদারদের সাথে, আমরা বিশ্বস্ত তথ্য প্রদান করছি, ক্ষতিকর গুজব দূর করছি, এবং ৫০ টিরও বেশি সংস্থাকে পরামর্শ, সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্রদান করছি যাতে তারা রোহিঙ্গা জনগণের পরিবর্তিত চাহিদা এবং ধারণাকে বুঝতে সাহায্য করে।
  • আমাদের আগামী (Accelerated Gender-Equitable Adolescents, Mother and Child Intervention) প্রকল্পের মাধ্যমে, আমরা কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করেছি। এবং রেডিও, সোশ্যাল মিডিয়া, পাবলিক সার্ভিস ঘোষণা এবং কমিউনিটি স্ক্রিনিং জুড়ে আমাদের হ্যালো, আই এম মাল্টিমিডিয়া প্রোগ্রাম, যার লক্ষ্য বাল্যবিবাহ, স্কুল ছেড়ে যাওয়া এবং কিশোরী গর্ভাবস্থার হার কমানো। আমাদের গবেষণায় দেখা যায় যে আমাদের কাজের সাথে যুক্ত হওয়ার পরে বাবারা এবং ছেলেদের মেয়েদের শিক্ষার মূল্য সম্পর্কে আরও ভাল ধারণা রয়েছে।
  • বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আমরা আমাদের প্রধান মিডিয়া ডেভেলপমেন্ট উদ্যোগ, প্রাইমড প্রদান করছি, যার মাধ্যমে আমরা জনস্বার্থে সাংবাদিকতা তৈরির জন্য এবং গঠনমূলক বিতর্কের সুযোগ দিতে স্বাধীন মিডিয়াকে শক্তিশালী করছি।
  • কোভিড -১ pandemic মহামারী চলাকালীন, আমাদের বাংলাদেশ দল আমাদের প্রোগ্রামিংকে সাড়া দেওয়ার জন্য অভিযোজিত করছে এবং আমাদের প্রথম ডেডিকেটেড কোভিড -১ project প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে যা এশিয়া জুড়ে ‘তথ্য-ডেমিক’ মোকাবেলা করছে, এশিয়া জুড়ে আমাদের অন্যান্য দলের সাথে কাজ করছে।

পার্টনারশিপঃ

  • ক্ষুধার বিরুদ্ধে অ্যাকশন,
  • অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ,
  • যুক্তরাজ্যের বৈদেশিক,
  • কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস,
  • ইউরোপীয় নাগরিক সুরক্ষা ও মানবিক সহায়তা অপারেশন (ECHO), H2H,
  • গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC),
  • IKEA ফাউন্ডেশন,
  • Rutgers, Sightsavers, UNFPA, UNHCR ,
  • ইউনিসেফ,
  • ইউএনওপিএস,
  • ইউএন উইমেন,
  • ওয়ার্ল্ড ভিশন অস্ট্রেলিয়া

বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ নিয়ে কোন প্রশ্ন থেকে থাকলে নিচে কমেন্ট করে জানান।

যেকোনো বিজ্ঞপ্তির পরবর্তী আপডেট পেতে এবং নিত্য নতুন চাকরির খবর দেখতে চাইলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হোন। ধন্যবাদ,,,,

শেয়ার করে রাখুন

Leave a Reply